ক্রিকেট গসিপক্রিকেট ভাইরালচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫সেরা ৩/৫অন্যান্য খেলাধুলা

রং না করে পাকা চুল কালো করার ‘মিরাকেল ড্রিঙ্ক’! রইল তৈরির পদ্ধতি

Published on:

আপনি কি অল্প বয়সেই চুল পাকার সমস্যায় ভুগছেন? তাহলে তো নিশ্চয়ই আপনি হেয়ার কালার ব্যাবহার করেছেন। হেয়ার কালার ব্যাবহার করতে না চাইলে এই ভাবেই কি বাকি জীবনটা কাটাতে হবে? আজ একটি ঘরোয়া পদ্ধতির ব্যাপারে আলোচনা করব যেটা ব্যাবহার করে আপনার চুল পেকে যাওয়ার সমস্যা কমতে পারে। চলুন জেনে নেওয়া যাক:-

WhatsApp Group   Join Now
Telegram Group   Join Now

সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি একটি খবর থেকে জানা যায় ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা এই ড্রিঙ্ক একটানা তিন মাস এক চামচ করে খাওয়ার আগে খেলে নাকি চুল পেকে যাওয়ার সমস্যা পুরোপুরি নির্মূল হয়ে যায়। এর নাম হল ‘মিরাকেল ড্রিঙ্ক’

এই মিরাকেল ড্রিঙ্ক – এর উপকরণ হিসাবে সেখানে দেওয়া হয়েছে- ৫টি ছাড়ানো রসুনের কোয়া, লাগবে ১ কাপ মধু, পাতিলেবু ৫টি ও এক কাপ ফ্লাক্স সিডের তেল।

কিভাবে তৈরি করবেন- উপকরণগুলি সব একসাথে একটি পাত্রে ঢেলে ভালো করে মিশিয়ে দিন। লেবুর খোসা ছাড়াতেও পারেন আবার না ছড়ালেও কোনো সমস্যা নেই। কিছু সময় রেখে দিয়ে যখন মিশ্রণটি ঘন হয়ে আসবে তখন সেটা আর একটি পাত্রে ঢেলে রেখে দিন।

এবার এই মিশ্রণটি খাওয়া যেতে পারে। টানা তিন মাস ব্যাবহার করলে নাকি ভালো উপকার পাওয়া যায় সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়া খবর অনুযায়ী। অনেকে এটা ব্যাবহার করেছেন এবং ভালো ফল পেয়েছেন সাথে তাদের দৃষ্টিশক্তিও আগের থেকে বেড়েছে। চাইলে আপনিও একবার চেষ্টা করে দেখতে পারেন আপনার যদি চুল পেকে যাওয়ার সমস্যা থাকে তবে ভালো কাজ হতে পারে।

About Author