ক্রিকেট গসিপক্রিকেট ভাইরালচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫সেরা ৩/৫অন্যান্য খেলাধুলা

Medhashree Scholarship: আর পড়াশোনার চিন্তা নয়! পড়ুয়াদের জন্য রাজ্য সরকার নিয়ে এল নতুন স্কলারশিপ! জানুন বিস্তারিত

Updated on:

Medhashree Scholarship: রাজ্যের ছাত্রছাত্রীদের আর্থিক সুবিধার জন্য রাজ্য সরকার একের পর এক প্রকল্প চালু করেছে, এসব প্রকল্পের মধ্যে বিশেষ কিছু স্কলারশিপ দেওয়া হয় পড়ুয়াদের। এগুলি হল কন্যাশ্রী, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মতো প্রকল্পগুলি। চলতি বছরে প্রকল্প পিছিয়ে পড়া শ্রেণি বা ওবিসি জাতির পড়ুয়াদের কথা মাথায় রেখে ওবিসি জাতির পড়ুয়াদের জন্য একটি নতুন প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। চলতি বছরের এই প্রকল্পটি সম্পূর্ণ ওবিসি জাতি নির্ভর যার নাম দেওয়া হয়েছে মেধাশ্রী প্রকল্প।

WhatsApp Group   Join Now
Telegram Group   Join Now

Medhashree Scholarship Update:

মেধাশ্রী স্কলারশিপ (Medhashree Scholarship) পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণি কল্যাণ বিভাগের অন্তর্গত একটি প্রকল্প। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল, ওবিসি সম্প্রদায়ের পঞ্চম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের উৎসাহ দেওয়া। এতে পড়ুয়াদের আর্থিক সাহায্য করা হয়। এর ফলে তাদের স্কুল ছাড়ার প্রবণতা কমবে।

মেধাশ্রী স্কলারশিপের (Medhashree Scholarship) মাধ্যমে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের বছরে ৮০০ টাকা দেওয়া হবে। এই টাকা দেওয়া হবে রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে। তবে, একটি ক্লাসে একবারই এই স্কলারশিপ পাবে পড়ুয়ারা। কোনও পড়ুয়া যদি কোনও ক্লাসে একবারের বেশি থাকে, তাহলে সে ক্ষেত্রে তাকে স্কলারশিপ দেওয়া হবে না। পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হলে ফের মিলবে স্কলারশিপ।

আরও পড়ুন: Ration: দেশের রেশন ব্যবস্থায় নয়া মোড়! নতুন যোজনা শুধু সরকারের তরফে

এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য ওই পড়ুয়াকে অবশ্যই ওবিসির অন্তর্ভুক্ত হতে হবে। সেই সঙ্গেই আবেদনকারী পড়ুয়াকে রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। তাকে অবশ্যই সরকারি বা সরকারি অনুদান এবং অনুমোদনপ্রাপ্ত স্কুলের পঞ্চম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়া হতে হবে। আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় আড়াই লাখ টাকার থেকে কম হতে হবে। তবে, কেউ যদি অন্য কোনও সরকারি বা বেসরকারি স্কলারশিপ পায়, তাহলে সে মেধাশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবে না।

About Author

Leave a Comment