ক্রিকেট গসিপক্রিকেট ভাইরালচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫সেরা ৩/৫অন্যান্য খেলাধুলা

অরিজিতের মুকুটে নতুন পালক! আন্তর্জাতিক মঞ্চে বিশ্বসেরা সম্মান পেয়ে বাংলার মুখ উজ্জ্বল করলেন গায়ক

Published on:

বর্তমানে গানের জগতের সেনসেশন অরিজিৎ সিং (Arijit Singh)। তার জীবনের খুটিনাটি তথ্য জানার জন্য মুখিয়ে থাকেন তার অনুরাগীরা। আর হবে নাই বা কেন অরিজিৎ সিং মানুষটাই এমন। 1987 সালের 25 শে এপ্রিল মুর্শিদাবাদের জিয়াগঞ্জে জন্মগ্রহণ করেন অরিজিৎ সিং। তিনি গত 25 শে এপ্রিল 35 বছরে পা দিলেন। 2014 সালে নিজের ছোটোবেলার বান্ধবী কোয়েল রায়কে বিয়ে করেন তিনি। বর্তমানে তাদের এক ছেলে আছে।

WhatsApp Group   Join Now
Telegram Group   Join Now

Arijit2, অরিজিতের মুকুটে নতুন পালক! আন্তর্জাতিক মঞ্চে বিশ্বসেরা সম্মান পেয়ে বাংলার মুখ উজ্জ্বল করলেন গায়ক, অরিজিতের মুকুটে নতুন পালক! আন্তর্জাতিক মঞ্চে বিশ্বসেরা সম্মান পেয়ে বাংলার মুখ উজ্জ্বল করলেন গায়ক

2005 সালে “ফেম গুরুকুল” নামক একটি সিংগিং রিয়ালিটি শো তে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেন। যদিও তিনি জিততে পারেননি। এরপর 2009 সালে “মার্ডার টু” সিনেমায় “ফির মহব্বত” গানটির মাধ্যমে বলিউডে ডেবিউ করেন তিনি। এই সিনেমাটি রিলিজ হয় দুই বছর পর 2011 সালে। হিন্দি, বাংলা সহ অন্যান্য ভাষা মিলিয়ে এখনও পর্যন্ত 500 এর বেশি গান গেয়েছেন তিনি। এক ইন্টারভিউতে অরিজিৎ সিং জানিয়েছিলেন 300 র বেশি গান তার রেকর্ডিং করা আছে, যা এখনও রিলিজ হতে বাকি।

বর্তমানে অরিজিৎ সিং এক একটি লাইভ প্রোগ্রাম করার জন্য এক কোটি থেকে দেড় কোটি টাকা নিয়ে থাকেন। আগে অবশ্য 30 লাখ থেকে 50 লাখ টাকা নিতেন যা বর্তমানে বাড়িয়ে দিয়েছেন। এছাড়াও এক একটি গান রেকর্ড করার জন্য 18 লাখ থেকে 20 লাখ টাকা নিয়ে থাকেন। বর্তমান সময়ে ভারতের ব্যস্ততম গায়কদের মধ্যে অন্যতম অরিজিৎ সিং। কিন্তু আজও কাজ না থাকলে জিয়াগঞ্জে নিজের দেশের বাড়িতে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি।

Arijit1, অরিজিতের মুকুটে নতুন পালক! আন্তর্জাতিক মঞ্চে বিশ্বসেরা সম্মান পেয়ে বাংলার মুখ উজ্জ্বল করলেন গায়ক, অরিজিতের মুকুটে নতুন পালক! আন্তর্জাতিক মঞ্চে বিশ্বসেরা সম্মান পেয়ে বাংলার মুখ উজ্জ্বল করলেন গায়ক

সম্প্রতি মার্কিন বিদেশ সচিব এন্টনি ব্লিঙ্কেন তার পছন্দসই গানের লিস্ট প্রকাশ করেছেন। যেখানে বিখ্যাত গায়ক অরিজিৎ সিং এর গাওয়া গান “একা একেলা মন” গানটিও রয়েছে। এই গানটি “চিরদিনই তুমি যে আমার 2” এর একটি জনপ্রিয় গান। তার গাওয়া গান দেশের সীমা পেরিয়ে একজন সংগীত প্রেমীর মনকে ছুঁয়েছে তা জেনে অরিজিৎ সিং এর ভক্তদের খুশি গগনচুম্বী।

Arijit 3, অরিজিতের মুকুটে নতুন পালক! আন্তর্জাতিক মঞ্চে বিশ্বসেরা সম্মান পেয়ে বাংলার মুখ উজ্জ্বল করলেন গায়ক, অরিজিতের মুকুটে নতুন পালক! আন্তর্জাতিক মঞ্চে বিশ্বসেরা সম্মান পেয়ে বাংলার মুখ উজ্জ্বল করলেন গায়ক

আবার আন্তর্জাতিক স্তরে খ্যাতি পেলেন অরিজিত সিং (Arijit Singh)। সম্প্রতি স্পটিফাই (Spotify) এর তরফ থেকে সেরা গায়কের একটি তালিকা প্রকাশ পায়। যেখানে সেরা 10 জন গায়কদের মধ্যে জায়গা করে নিয়েছেন ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের গর্ব অরিজিৎ সিং। 2020-21 এর এই তালিকা অনুযায়ী সপ্তম স্থানে জায়গা পেয়েছেন তিনি। অরিজিত সিং এর পাশাপাশি এই তালিকায় নাম রয়েছে আরিয়ানা গ্রান্ডে (Ariana Grande), এলিশ (Elise), জাস্টিন বিবার (Justin Bieber) প্রমূখ বিখ্যাত সব গায়ক-গায়িকাদের। অরিজিত সিং-এর গাওয়া “ঈদ শিরিন” গানটি স্পটিফাই এর বিচারে এখনো পর্যন্ত সবথেকে বেশি জনপ্রিয়। সারাবিশ্বে স্পটিফাই এর ব্যবহার চোখে পড়ার মতো। যদিও ভারতবর্ষে খুব একটা প্রচলিত নয় এই অ্যাপটি। তবে অরিজিত সিংয়ের মুকুটে আরেকটি পালক জুড়ে যাওয়ায় খুশি হয়েছেন সকলে।

About Author

Leave a Comment